রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীতে জামায়াত-শিবির ও বিএনপিকে নাশকতায় অর্থ সহায়তায় অভিযোগে আইনজীবী আহাম্মদুর রহমান রুমনকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে নগরীর ছোট বনগ্রাম এলাকা থেকে তাকে আটক করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, আইনজীবী রুমন বিএনপি ও জামায়াত-শিবিরকে নাশকতামূলক বিভিন্ন কাজে অর্থ দেওয়াসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছিলেন। পাশাপাশি আদালতের স্বাভাবিক কার্যক্রমে বিঘœ ঘটিয়ে আসছিলেন। পুলিশ দুই মাস ধরে তার ওপর নজরদারি করে। তথ্য-প্রমাণ সংগ্রহের পর শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
রবিবার আইনজীবী রুমনকে ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালর্তে সোপর্দ করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছে।