লক্ষ্মীপুর থেকে বেলাল হোসেন জুয়েল: লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্র জমির আলী (২৩) মারা গেছেন। শনিবার বিকেল সাড়ে ৫টায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এর আগে সকাল ৭টার দিকে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের কমলনগর উপজেলার চরলরেন্স এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। নিহত জমির আলী উপজেলার কাদিরপ-িতের হাট এলাকার আবু তাহেরের ছেলে এবং লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রির ছাত্র ছিলেন। এছাড়াও তিনি উপজেলার সাহেবেরহাট ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-আহ্বাক ছিলেন বলে ওই ইউনিয়ন ছাত্রদল আহ্বায়ক মো. রাসেল নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানান, সকালে জমির আলী সিএনজিচালিত একটি অটোরিক্সায় করে লক্ষ্মীপুর যাচ্ছিলেন। অটোরিক্সাটি ঘটনাস্থলে পৌঁছালে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে গেলে চালকসহ জমির আলী গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে জমির আলীকে নোয়াখালী মালেক উকিল মেডিক্যাল কলেজ হাসপতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতিত ঘটলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেল সাড়ে ৫টায় জমির আলী মারা যান।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।