মৌলভীবাজার থেকে আজিজুল ইসলাম: সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী বলেছেন, ‘সরকার কৃষি ও কৃষকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। কৃষি যান্ত্রিকীকরণ করতে কৃষি প্রযুক্তির ব্যবহারে কৃষকদের উৎসাহিত করছে। সরকার যে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করছে তা কৃষি ও কৃষকদের উন্নয়ন ছাড়া সম্ভব নয়। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রাজনগর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আছকির খান, ভাইস চেয়ারম্যান ফারুক আহমদ, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক অরবিন্দু সেন গুপ্ত, উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ নাহা, রাজনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিলাল উদ্দীন আহমদ, মৌলানা মোফাজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ইকবাল, রাজনগর ইউপি চেয়ারম্যান দেওয়ান খায়রুল মজিদ সালেক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিজয় কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, সেচ্ছাসেবক লীগের সভাপতি ফরজান আহমদ প্রমুখ।