কমলনগর(লক্ষ্মীপুর) থেকে মোঃ ওয়াজি উল্যাহ জুয়েল: লক্ষ্মীপুরের কমলনগরে চর বসু এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়ী মো. আবু তাহের (৫৫) মারা গেছেন। রোববার দুপুরে ২টার দিকে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে চর বসু এলাকায় অভ্যন্তরীণ রোডে ট্রাক্টর ট্রলি চাপায় তিনি গুরুতর আহত হন। নিহত আবু তাহের হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালীয়া গ্রামের মৃত আবদুল আলীর ছেলে। তিনি গাছের ব্যবসা করতেন ।
নিহতের ভাতিজা আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সকালে চরবসু এলাকা থেকে বাড়ি ফেরার পথে ট্রাক্টর ট্রলির নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করে। রোববার ২টায় তিনি মারা যান।