দিনাজপুর থেকে রতন সিং: নাশকতার অভিযোগে দিনাজপুরে পুলিশ সোমবার ভোরে জামায়াতের ৮ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
চলমান হরতাল-অবরোধে নাশকতার সাথে জড়িত থাকার অভিযোগে সোমবার দিনাজপুরের বিভিন্ন এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়।
এদিকে সরকারী দমননীতি ও নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি এবং চলমান হরতাল-অবরোধের সমর্থনে সোমবার বিকেলে বিএনপি ও জামায়াত-শিবির দিনাজপুর শহরে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল করেছে।
সোমবার বিকেল সাড়ে ৩টায় দিনাজপুর জেলা বিএনপির জেলরোডের কার্যালয়ে সরকারি দমননীতি ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার জন্য নেতাকর্মীরা জড় হন। পুলিশ বাধা দিলে স্থান পরিবর্তন করে নেতাকর্মীরা মুন্সিপাড়ার হেমায়েত আলী হলের সামনের থেকে বিক্ষোভ মিছিল বের করে। মুন্সিপাড়া থেকে মিছিলটি নিমতলা মোড়ে পুলিশের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল করলে পুলিশ ধাওয়া করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে একই সময় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা শহরের ষ্টেশন রোড থেকে ঝটিকা মিছিল বের করে লিলিমোড়ে এলে পুলিশ ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।