ধনবাড়ীতে ট্রাক খাদে পড়ে নিহত ১ আহত ৫

মধুপুর (টাঙ্গাইল) থেকে আব্দুল্লাহ্ আবু এহসান: টাঙ্গাইলের ধনবাড়ীতে গরু মহিষ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক জন নিহত ও চালকসহ পাঁচ গরু ব্যবসায়ী আহত হয়েছে। দুর্ঘটনায় একটি গরু মারা যায় এবং ২০টি গরু ও মহিষ আহত হয়।

cow pic 24-02-2015
ট্রাক খাদে পড়ে এক জন নিহত ও চালকসহ পাঁচ গরু ব্যবসায়ী আহত হয়েছে

উদ্ধার কাজ পরিচালনাকারী পুলিশের এসআই প্রদীপ চন্দ্র সরকার জানান, মঙ্গলবার ভোরে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলার নল্যা বাজারের উওর পাশে একটি গরু-মহিষ বোঝাই ট্রাক (টাঙ্গাইল-ট-১১-০১২৮) নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার জাহাঙ্গীর আলম মারা যায় এবং চালকসহ ৫ গরু ব্যবসায়ী আহত হয়।

আহতরা হলো জামালপুরের গরু ব্যবসায়ী আবুল কালাম (৪৫), আঃ কাদের ভুঁইয়া (৪০), চাঁন মিয়া (৩৫), আব্দুল কাদের শেখ (৫৫) ও পলাতক ট্রাক চালক কাউছার মিয়া (৪০)। গুরুতর আহত চার জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধনবাড়ী থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং থানা পুলিশকে উদ্ধার কাজ পরিচালনার নির্দেশ দেন। খবর পেয়ে মধুপুর ফায়ার ব্রিগেট ঘটনাস্থলে এসে ধনবাড়ী থানা পুলিশের সাথে যৌথভাবে উদ্ধার কাজ পরিচালনা করেন।