নালিতাবাড়ী পৌরসভার নাজুক ড্রেনেজ ব্যবস্থা, স্বাস্থ্যঝুঁকিতে পৌরবাসী

নালিতাবাড়ী (শেরপুর) থেকে মো: মঞ্জুরুল আহসান: নালিতাবাড়ী পৌরসভার নাজুক ড্রেনেজ ব্যবস্থার কারণে পৌরবাসী স্বাস্থ্যঝুঁকিতে বসবাস করছে। প্রতিটি ড্রেন অগভীর ও সরু। পানি নিষ্কাশনের কোন সু-ব্যবস্থা নেই। অধিকাংশ ড্রেনগুলোতে ঢাকনা নেই। পৌরবাসীও খুব একটা সচেতন নয়। ফলে সকল ময়লা আবর্জনা ড্রেনের ভিতর ফেলে ডাস্টবিনে পরিণত করা হয়েছে। ড্রেনের পানি অনায়াসে বাইরে প্রবাহিত হওয়ার কোনো ব্যবস্থা নেই। এতে ময়লা আবর্জনা পচে মারাত্মক দুর্গন্ধ ছড়াচ্ছে। এর ফলে পরিবেশ দূষণ হচ্ছে যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

Paurasova
রাস্তায় জমা ড্রেনের ময়লা পানি পার হয়ে বাজার করছে পৌরবাসী

পৌরবাসীর অনেকেই মনে করেন, সঠিক পরিকল্পনার অভাবে পৌরসভার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন হচ্ছে না। শুধু ড্রেনেজ ব্যবস্থাই নয় রাস্তাগুলোর অবস্থাও ভালো নেই।

সোমবার সকালে দক্ষিণ বাজার টিএন্ডটি রোড কাঁচাবাজারে দেখা যায়, ময়লাযুক্ত পচা পানিতেই কাঁচামাল নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। খুচরা বিক্রেতারা রাস্তার উপর গড়িয়ে আসা পানি অতিক্রম করে মালামাল ক্রয় করছেন। কাঁচা তরিতরকারিতে মিশছে পচাপানি ও ময়লা। উপায়ান্তর না থাকায় ব্যবসায়ীরা এ অবস্থাতেই বেচাকেনা করছেন।

ব্যবসায়ীরা জানান, প্রতিনিয়ত তারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। তবুও মেয়র কোন ব্যবস্থা নিচ্ছেন না।

পৌরসভার মেয়র মো: আনোয়ার হোসেন জানান, আর্বজনা ফেলে ড্রেনটিকে নষ্ট করা হচ্ছে। তবে দ্রুত পয়:নিষ্কাশনের চেষ্টা করা হচ্ছে এবং লেবার দিয়ে কাজ শুরু করা হয়েছে।