নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নেত্রকোনা থেকে মীর মনিরুজ্জামান: নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে জেলার দুর্গাপুর উপজেলার দুবরাজপুর গ্রামের অব্দুস ছালামকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোঃ আব্দুল হামিদ এই রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০০৭ সালের ১২ অক্টোবর দুপুরে আব্দুস ছালাম তার স্ত্রী শিল্পী আক্তারকে রামদা দিয়ে কুপিয়ে খুন করে। এ ঘটনায় নিহতের বড় ভাই শহর আলী বাদি হয়ে আব্দুস ছালামের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মামলা দায়ের করে। সাক্ষপ্রমাণ শেষে আদালত এই রায় দেন।