প্রশাসনের হস্তক্ষেপে ধনবাড়ীতে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল আরজিনা

মধুপুর (টাঙ্গাইল) থেকে আব্দুল্লাহ্ আবু এহসান: টাঙ্গাইলের ধনবাড়ীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড তোফাজ্জল হোসেনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ধনবাড়ী চাতুটিয়া স্কুলের ৭ম শ্রেণীর ছাত্রী আরজিনা খাতুন (১৩)।

সোমবার ধনবাড়ী পৌর শহরের চাতুটিয়া স্কুলের ৭ম শ্রেণীর ছাত্রী আরজিনা খাতুনের (১৩) পাশের জামালপুর জেলার রশিদপুর শেখ পাড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে আরিফুলের সাথে বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। বিষটি ধনবাড়ী পৌর মেয়র খন্দঃ মঞ্জুরুল ইসলাম তপনের মাধ্যমে জানতে পেরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তোফাজ্জল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্যবিয়েটি বন্ধ করে দেন।

আরজিনা খাতুন ধনবাড়ী উপজেলার চাতুটিয়া গ্রামের দিন মজুর আরফান আলীর কন্যা। বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়ে আরজিনা খাতুন জানান সে এ বিয়েতে রাজি ছিলনা।  গরীব ঘরের সন্তান হওয়ায় আত্মীয় স্বজনরা তাকে জোর করে বিয়ে দিচ্ছিল। সে স্কুলে পড়ালেখা করতে চায়। এসিল্যান্ড তোফাজ্জল হোসেন এ প্রতিনিধিকে জানান তিনি প্রশাসনের পক্ষ থেকে মেয়েটিকে একটি সেলাই মেশিনের ব্যাবস্থা করে দিবেন। অপর দিকে পৌর মেয়র খন্দঃ মঞ্জুরুল ইসলাম তপন বাল্যবিয়ে থেকে রক্ষা পাওয়া দারিদ্র মেয়েটিকে পড়া লেখার যাবতীয় খরচ যোগানের দায়িত্ব নিয়েছেন।