বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন: বরিশাল বিভাগের ৬ জেলায় বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ছাত্রদল। সোমবার রাতে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মো. রাসেদুজ্জামান রাশেদ।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গণতান্ত্রিক আন্দোলনে কথিত বন্দুকযুদ্ধে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ছাত্রদল নেতা টিপু হাওলাদারকে নৃশংসভাবে গুলি করে হত্যা করে পুলিশ। এছাড়া সারাদেশে ২০ দলের নেতাকর্মীদের গুম, হত্যা ও নির্যাতন করে চলছে আইনশৃংখলা বাহিনী। এসব ঘটনার প্রতিবাদে বরিশাল বিভাগের ৬জেলা বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালি ও বরগুনায় বুধবার সকাল-সন্ধ্যা হরতাল আহবান করা হয়েছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করে বরিশাল জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজ আহ