ভোলা থেকে আবু সাবিত: ভোলায় স্ত্রী হত্যার দায়ে জাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাকির হোসেনকে (৪২) সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। সদর উপজেলার ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সোলায়মান মাহমুদ বাগমারা এলাকা থেকে জাকিরকে গ্রেফতার করেন।
পুলিশ জানায়, ২০০৬ সালের ২৮ সেপ্টেম্বর রাতে দৌলতখান উপজেলার চর লামছিপাতা গ্রামে শশুর বাড়িতে জাকিরের স্ত্রী জান্নাত বেগম নিহত হয়। ওই রাতেই জাকির পালিয়ে যায়। এ ঘটনায় স্ত্রী হত্যার দায়ে জাকিরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। আদালত জাকিরের অনুপস্থিতিতে জাবজ্জীবন কারাদ-াদেশ দেয়। দীর্ঘ প্রায় আট বছর পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে সোমবার পুলিশ তাকে গ্রেফতার করে।