রাজশাহীতে নাশকতায় মদদের অভিযোগে বহিস্কৃত যুবলীগ নেতা গ্রেফতার

রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীতে বিএনপি ও জামায়াত-শিবিরকে নাশকতায় সহযোগিতা করার অভিযোগে নগর যুবলীগের বহিস্কৃত সহ-সভাপতি আব্বাস আলীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ৯টার দিকে নগরীর কাটাখালী স্কুল মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়।

মতিহার থানার উপ-পরিদর্শক হারুন-অর-রশিদ জানান, যুবলীগ থেকে বহিস্কৃত হওয়ার পর থেকে আব্বাস আলী বিএনপি ও জামায়াত-শিবিরের স্থানীয় মদদদাতা হয়ে ওঠেন। তিনি গোপনে নাশকতার জন্য তাদের অস্ত্রও সরবরাহ করতেন। পুলিশের কাছে এমন তথ্য-প্রমাণ আছে। গতকাল রাতে পুলিশ গোপনে জানতে পারে, আব্বাস আলী কাটাখালী স্কুল মাঠে অবস্থান করছে। এরপর মতিহার থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।