রাজশাহীতে ভূমি অফিসে দুর্বৃত্তদের আগুন

রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীর চারঘাট উপজেলা ভূমি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে সার্ভেয়ারের কক্ষের জানালা ভেঙে আগুন দেওয়া হয়। এতে ওই কক্ষে থাকা ভূমি অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।

খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেওয়ান মোহাম্মদ শাহরিয়ার ফিরোজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন, সহকারী কমিশনার (ভূমি) জাকিউল ইসলাম। এ ব্যাপারে ভূমি অফিসের পক্ষ থেকে চারঘাট মডেল থানায় মামলা করা হয়েছে।

চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার গোলাম মর্তুজা জানান, ভোর পৌনে ৫ টার দিকে ভূমি অফিসের সার্ভেয়ারে কক্ষের জানালা ভেঙে ঘরের মধ্যে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় ভুমি অফিসে ঘুমিয়েছিলেন অফিস সহকারী শরফুদ্দিন ও খন্ডকালীন অফিস সহকারী মামুন। তারা দুইজন জানালা ভাঙার শব্দ পেয়ে ঘরের বাইরে বের হলে পোড়া গন্ধ পান। এ সময় তারা সার্ভেয়ারে কক্ষের কাছে গিয়ে দেখে সেখানে ধোঁয়া বের হচ্ছে এবং দাউদাউ করে আগুন জ্বলছে।

ওসি জানান, চলমান সহিংসতার অংশ হিসাবে ভূমি অফিসে আগুন দেওয়া হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খুঁজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে। অতিরিক্ত জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ শাহরিয়ার ফিরোজ বলেন, ‘ভূমি অফিসে এভাবে আগুন দেওয়া দুঃখজনক। এতে অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।