রায়পুরে দু’বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক ব্যবসায়ী গ্রেফতার

রায়পুর (লক্ষ্মীপুর) থেকে মো. মাহবুবুল আলম মিন্টু: লক্ষ্মীপুরের রায়পুরে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক ব্যবসায়ী মনির হোসেনকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ। সে রাখালিয়া গ্রামের মৃত সেকান্তর মিয়ার পুত্র। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে ওই গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে রায়পুর থানার এএসআই মো. মোহসীন এ অভিযান পরিচালনা করেন। মনির ২০০৭ সনের একটি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে পুলিশ নিশ্চিত করেছে।