লক্ষ্মীপুরে মৎস্য অফিসে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ

লক্ষ্মীপুর থেকে বেলাল হোসেন জুয়েল: লক্ষ্মীপুর জেলা মৎস্য অফিসে পেট্রল ঢেলে অগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অফিসের চেয়ার-টেবিল ও আলমারিসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে পেট্রলের একটি বোতল ও একটি ককটেল উদ্ধার করে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. খালিকুজ্জামান জানান, ভোর রাতে কে বা কারা জানালা খুলে মৎস্য অফিসে আগুন লাগিয়ে দেয়। এতে অফিসের দু’টি কক্ষের দরজা, জানালা, একটি আলমারি ও চেয়ারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। আগুন দেখে তিনি ও অফিসের পিয়ন বাসা থেকে বের হয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আগুনে প্রায় ৫০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে বলে তিনি দাবি করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, মৎস্য অফিসে দুর্বৃত্তদের আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।