রংপুর থেকে জয়নাল আবেদীন: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে শিশু কিশোরদের বিজ্ঞান মনষ্ক, সৃজনশীল ও সামাজিক দায়বোধ সম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য সোমবার বিকেলে রংপুরে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ২০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত হয়। শিশু কিশোর মেলা রংপুর জেলা শাখার উদ্যোগে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কার্যালয়ে রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় বক্তব্য রাখেন শিশু কিশোর মেলার উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু, ডা. ইয়াসমিন হক, সংগঠক ইমরান সরকার।