শিশুর প্রতি সহিংসতা বন্ধে উন্মুক্ত সভা

বাগেরহাট থেকে বাবুল সরদার: ফকিরহাটে ’শিশুর প্রতি সহিংসতা নিরসন’ বিষয়ে অবহিতকরণ উন্মুক্ত আলোচনা ও  প্রচারণা সভা কাজী আজাহার আলী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল ইনিসিয়েটিভ টু এ্যান্ড ভায়োলেন্স এগেইনস্ট চিলড্রেন প্রকল্পের সহযোগিতায় এবং অগ্রগতী সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ।

সহকারী শিক্ষক মোঃ খায়রুল বাসারের পরিচালনায় এবং অগ্রগতী সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, ম্যারিজ আলবার্ড, জেলা শিশু বিষয়ক অফিসার আবুল আলম, বাধন এর নির্বাহী পরিচালক মঞ্জুরুল হাসান মিলন, প্রভাষক প্রনব ঘোষ সোনা, মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনিসুর রহমান, ছাত্রী আফরোজা ছবি, ফরহাদ হাসান রুমি, জান্নাতুল ফেরদাউস, মুস্তাইদ সুজা প্রমুখ। এ সভায় বিপুল সংখ্যাক শিক্ষাথীরা অংশ গ্রহণ করেন।