শেরপুর থেকে রেজাউল করিম বকুল: শেরপুরের শ্রীবরদীতে মা ছেলে হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে সোমবার দুপুওে উপজেলার ভায়াডাঙ্গা বাজারে মানববন্ধন করেছে স্থানীয় সচেতন জনগণ। মানববন্ধনে অংশ নেয় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও। মানববন্ধনে রানীশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পারভেজ মিয়া বলেন, এটি পরিকল্পিত হত্যা। এ মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।
১৬ ফেব্রুয়ারি শ্রীবরদী উপজেলার কলাকান্দা গ্রামে দেড় বছর বয়সের ছেলেকে গলাকেটে হত্যা ও সূর্যমণী (২৫) নামে এক মায়ের গলায় ওড়না পেচাঁনো ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শ্বাশুরি মোর্শেদা বেগমকে (৫০) আটক করে কোর্টে সোপর্দ করেছে পুলিশ। পরে শ্রীবরদী থানার পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে নিহতের বাবা ভায়াডাঙ্গা টেংগড়পাড়া গ্রামের বাসিন্দা সুরুজ্জামান বাদী হয়ে স্বামী, শ্বাশুরি ও দেবরসহ সাত জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী বিপ্লবকে গ্রেফতারে গড়িমশি করায় এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে।