বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতালের কারণে আগামীকাল বৃহস্পতিবারের এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। পরিবর্তিত সময় অনুযায়ী কালকের পরীক্ষা আগামী ৭ মার্চ শনিবার অনুষ্ঠিত হবে।
আজ বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে শিক্ষাসচিব নজরুল ইসলাম খান এসব তথ্য জানান।
এসএসসিতে আগামীকাল সাধারণ বিজ্ঞান ও উচ্চতর গণিত (তত্ত্বীয় ) বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। এ নিয়ে এখন পর্যন্ত হরতালের কারণে ১০ দিনের পরীক্ষা পেছানো হলো।
পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু হরতালের কারণে এখন পর্যন্ত পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী একটি পরীক্ষাও হয়নি। এখন পর্যন্ত যে পাঁচ দিনের পরীক্ষা হয়েছে, তা বন্ধের দিন শুক্র ও শনিবারে হয়েছে।
দেশব্যাপী চলমান হরতাল শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। একইসাথে আগামী বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।