রাজশাহী থেকে কাজী শাহেদ: দীর্ঘ ১৫ বছর পর আগের সিদ্ধান্ত পরিবর্তন করে হরতাল চলাকালীন সময়ে আদালত চালু রাখার সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহীর আইনজীবীরা। সোমবার সিনিয়র আইনজীবী হাবিবুর রহমানের স্মরণে রাজশাহীতে ফুল কোর্ট রেফারেন্স চলেছে। মঙ্গলবার থেকে রাজশাহীর সব আদালতের কার্যক্রমে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আইনজীবীরা।
রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির সাধারণ সম্পাদক জমসেদ আলী জানান, হরতালে আদালতে মামলা জট নিরসনে রোববার দুপুরে রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির এক তলবি সভা অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক আইনজীবী আদালতের কার্যক্রম সচল রাখার পক্ষে সভায় মতামত দেন। ফলে হরতালে আদালতের কার্যক্রম বন্ধ রাখা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি বলেন, সর্বসম্মতিক্রমে হরতাল চলাকালে জামিন শুনানি, আপিল ডিভিশন ও মেয়াদ উত্তীর্ণ মামলা ফাইলিং এর কাজ চলবে। ২০০০ সালে ৮ মার্চ বার সমিতির সিদ্ধান্তে হরতালের দিন আদালতের কার্যক্রমে আইজীবীদের অংশ না নেওয়ার রেজুলেশন হয়। এরপর থেকে যেকোন হরতালে আদালতে আইনজীবীদের কার্যক্রম বন্ধ থাকে। ওই সময় বারের নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগপন্থী প্যানেল। এর ধারাবাহিকতায় বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা হরতালে তিন সপ্তাহ ধরে আদালতে আইনজীবীদের কার্যক্রম বন্ধ ছিল। বর্তমানে বিএনপিপন্থী প্যানেল বারের নেতৃত্বে থাকলেও তাদের সমর্থিত জোটের হরতালে আদালতে কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
রাজশাহীর পাবলিক প্রসিকিউটর ইব্রাহিম হোসেন জানান, একজন আইনজীবীর মৃত্যুর কারণে সোমবার ফুলকোর্ট রেফারেন্স চলেছে। ফলে গতকাল আদালতে কাজ হয়নি। তবে আজ মঙ্গলবার থেকে আদালতে আইনজীবীরা যাবেন এবং বিচার কাজে অংশ নেবেন। সমিতির তলবি সভায় এ সিদ্ধান্ত হয়েছে।