কিশোরগঞ্জ থেকে মোস্তফা কামাল : হাওর উপজেলা ইটনার ধনু নদীতে চার দিন আগে ট্রলারডুবির ঘটনায় বুধবার সকালে পুলিশ রফিক মিয়া (৩৬) নামে আরও এক যাত্রীর লাশ উদ্ধার করেছে। ইটনা সদর ইউনিয়নের এরশাদনগর এলাকায় ট্রলারডুবি হলেও দুই কিলোমিটার দূরে জেটিঘাট এলাকায় নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত রফিক মিয়া করিমগঞ্জের গুজাদিয়া ইউনিয়নের টামনি ইসলামপুর গ্রামের মৃত মুক্তার হোসেনের ছেলে। লাশের সঙ্গে সাড়ে ৪ হাজার টাকা এবং একটি মোবাইল ফোনও পাওয়া যায়।
শনিবার ট্রলারডুবির দিন হ্যাপী নামে দুই বছরের একটি শিশুর লাশ উদ্ধার করা হয়।
রফিকের স্বজনরা জানান, পার্শ্ববর্তী নেত্রকোনার খালিয়াজুরি এলাকার হাওরে রফিক জমি চাষ করতেন। সেখানে যাওয়ার জন্য শনিবার বাড়ি থেকে করিমগঞ্জের চামড়া নৌবন্দরে ‘এমভি রফিক’ নামের একটি যাত্রীবাহী স্টিলবডি ট্রলারে উঠেছিলেন। অর্ধশতাধিক যাত্রী ও মালামাল নিয়ে ট্রলারটি শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে ইটনার এরশাদনগর এলাকায় ধনু নদীতে ডুবে যায়। সেদিনই ঘটনাস্থল থেকে হ্যাপির লাশটিও উদ্ধার করা হয়েছিল। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় দু’জনের লাশ উদ্ধার হলো।