অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপ ক্রিকেটে বৃহস্পতিবার বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে ৯২ রানে হেরে গেল। টসে হেরে বল করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা মাত্র এক উইকেট হারিয়ে ৩৩২ রান করে। পাহাড়সম টার্গেট টপকাতে গিয়ে বাংলাদেশ শুরুতেই তামিমকে হারিয়ে চাপে পড়ে। তারপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ৪৭ ওভারে ২৪০ রান করে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় । সাব্বির বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান এবং সাকিব ৪৬ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে দিলশান ১৬১ এবং সাঙ্গাকারা ১০৫ রানের ইনিংস খেলে দলকে বড় রানের স্কোর করতে সাহায্য করেন। অবশ্য বাংলাদেশের বাজে ফিল্ডিং এ এক্ষেত্রে কম ভূমিকা রাখেনি।
আফগানিস্তানকে আগের ম্যাচে বিশাল ব্যবধানে হারিয়ে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টির সৌজন্যে ১ পয়েন্ট পেয়ে যাওয়ার পর বাংলাদেশ দলের সামনে এখন শেষ আটে যাওয়ার হাতছানি। এই স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যেতে হলে পরের ম্যাচগুলো জিততে হবে। বাংলাদেশের পরের ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে ৫ মার্চ।