দিনাজপুরে সহিংসতার অভিযোগে জানুয়ারিতে ১ হাজার৭৫১ জনের বিরুদ্ধে ১৫ মামলা, গ্রেফতার ১৬৬

দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুর জেলার আট উপজেলায় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা হরতাল-অবরোধের কারণে চলমান রাজনৈতিক সহিংসতায় জানুয়ারিতে বিএনপি-জামায়াত-শিবির-ছাত্রদল ও যুবদলের ১ হাজার ৭৫১ জনের বিরুদ্ধে ১৫টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে এজাহারে নাম রয়েছে ৩৪৫ জনের আর সন্দেহভাজন আসামির সংখ্যা ১ হাজার ৪০৬ জন। কারাগারে আটক রয়েছে ১৬৬ জন।

দিনাজপুর পুলিশ কোর্টের সূত্রে জানা যায়, দিনাজপুর সদর উপজেলায় ৬টি, কাহারোল ও চিরিরবন্দরে ২টি করে ৪টি এবং নবাবগঞ্জ, বিরল, ঘোড়াঘাট, বোচাগঞ্জ ও বীরগঞ্জ উপজেলায় ১টি করে ৫টি মামলা দায়ের করা হয়। ১৫টি মামলার মধ্যে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ৯টি, সন্ত্রাস বিরোধী আইনে ৩টি, ফৌজদারী দন্ডবিধিতে ২টি এবং বিস্ফোরক উপাদানাবলি আইনে ১টি মামলা রুজু করা হয়। সব ক’টি মামলাই পুলিশী তদন্তে রয়েছে।