নেত্রকোনা থেকে মীর মনিরুজ্জামান: নেত্রকোনায় ১৫ বছর বয়সের এক শিশুকন্যাকে গণধর্ষণের দায়ে পাঁচ যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
বুধবার নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. এ কেএম আবুল কাশেম এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাল ডোয়ার গ্রামের শামীম, ভিকন, টিকন, তাপস ও একই উপজেলার বুধি গ্রামের রুপ মিয়া। আসামি রুপ মিয়া পলাতক রয়েছে।
আদালত সূত্রে জানা যায়, আসামিরা ২০০২ সালের ২০ জুলাই রাতে পুর্বধলা উপজেলার চৌরাস্তা এলাকায় রিকসার গতিরোধ করে নেত্রকোনা সদর উপজেলার এক শিশুকে তুলে নিয়ে গণধর্ষণ করে।