কাউখালী (পিরোজপুর) থেকে রবিউল হাসান রবিন: বিডিআর বিদ্রোহের পিলখানা ট্রাজেডি দিবস উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে বুধবার এই নির্মম হত্যাকাণ্ডের আলোকচিত্র ও তথ্যচিত্র নিয়ে প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। কাউখালীর ইতিহাস ও ঐতিহ্য সংগ্রহশালার আয়োজনে দিনব্যাপী তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীতে পিলখানায় বর্বরোচিত ঘটনার ১০০টি ছবি ও সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে দর্শনার্থীরা পিলখানায় সেদিনের ভয়ালতার চিত্র দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন।
পরে স্থানীয় মসজিদে নিহত সকল সেনা কর্মকর্তাসহ কাউখালীর নিহত কর্নেল কাজী এমদাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিনখানায় বিডিআর বিদ্রোহের ট্রাজেডিতে নিহত সেনা কর্মকর্তাদের মধ্যে পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথ পুর ইউনিয়নের শীর্ষা গ্রামের মরহুম কাজী বুরজুক আলীর ছেলে কর্নেল কাজী এমদাদ নিহত হন।