বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন: চলমান অবরোধ ও হরতালে সন্ত্রাস, বোমাবাজি এবং নৈরাজ্যের প্রতিবাদে বুধবার সকালে নগরীতে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের নেতৃবৃন্দরা।
অশ্বিনী কুমার টাউন হলের সম্মুখের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদের সোনালী ব্যাংক জেলা শাখার সভাপতি মজিবর রহমান খান। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফজলুল হক, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ কৃষি ব্যাংক শাখার সভাপতি রথীন্দ্রনাথ রায়, অগ্রণী ব্যাংক শাখার সাধারণ সম্পাদক শাহজাহান জোমাদ্দার, রূপালী ব্যাংক শাখার সাধারণ সম্পাদক মোরশেদ হাসান, মোস্তাফিজুর রহমান বাদশা, হুমায়ুন কবির, মিজানুর রহমান, শামসুল আলম গিয়াস প্রমুখ।