রংপুর সিটি করপোরেশনের সামনে ককটেল বিস্ফোরণ, দুই পথচারী আহত

রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুর নগরীর সিটি বাজার সংলগ্ন সিটি করপোরেশন কার্যালয়ের সামনে প্রধান সড়কে দুপুর সোয়া ২ টায় বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দৃবৃত্তরা। এতে দুই পথচারী আহত হয়। আতংকে লোকজন ছোটাছুটি করতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলেও  কাউকেই গ্রেফতার করতে পারেনি।

পুলিশ জানায় আতংক সৃষ্টি করার জন্য নগরীর ব্যাস্ততম এলাকা সিটি বাজারের কাছে শক্তিশালী ককটেল বিস্ফোরণ ঘটনো হয়েছে। তবে দায়ীদের চিহ্নিত করে তাদের গ্রেফতার করা হবে বলে পুলিশ জানায়।

এদিকে রংপুরে হরতালের কোনো প্রভাব নেই। সর্বত্র যানবাহন চলাচল করছে। দোকানপাট খোলা রয়েছে।