রাজশাহীতে ট্রাকে আগুন

রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীতে কয়লা ভর্তি একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে নগরীর বিনোদপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

মতিহার থানার ওসি আবদুর রউফ জানান, ঢাকা থেকে কয়লা নিয়ে ট্রাকটি রাজশাহী কাশিয়াডাঙ্গা এলাকায় যাচ্ছিল। বিনোদপুর এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত ট্রাকে ইট পাটকেল নিক্ষেপ করে গতিরোধ করে। এসময় ট্রাকের চালক ও হেলপার ট্রাক থেকে নেমে গেলে দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে।