রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীতে অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে পবা উপজেলার হাড়–পুর এলাকার আমবাগান থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া দুই ব্যক্তি হলেন শাহ মখদুম থানার বায়া বালিয়াডাঙ্গা এলাকার আখতারুজ্জামান মাহী (২২) ও বায়াপাড়ার সেলিম রেজা (৩০)। এ ঘটনায় অপহরণকারী চক্রের সদস্য হাড়–পুরের মেহেদী হাসান রাকেশকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় মোবাইল ফোনে অপহরণকারী চক্রের সদস্য রাকেশ পূর্ব পরিচয়ের সূত্র ধরে আখতারুজ্জামান মাহী ও সেলিম রেজাকে জরুরি কথা আছে বলে ডেকে আনে। এরপর তাদের হাড়–পুর এলাকায় আটকে রাখা হয়। পরে মাহীর পরিবারের সদস্যদের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী চক্রের সদস্যরা।
তিনি আরও জানান, মুক্তপণের দাবির পর মাহীর ভগ্নিপতি আবদুল মান্নান মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫০ হাজার টাকা দেন। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে দুই অপহৃতকে উদ্ধার ও অপহরণকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করে।