কোটচাঁদপুরে মাঠ দিবসে বিষমুক্ত সবজি চাষের অনুরোধ

ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিক: কোটচাঁদপুরের বলুহর শেখ পাড়ায় বুধবার বসত বাড়ির আঙ্গিনায় সবজি চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মাঠ দিবসে সভাপতিত্ব করেন শিক্ষক আকিমুল হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিসার শেখ সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী স¤প্রসারণ কর্মকর্তা শাহাবুদ্দিন, আলী রেজা, এসসিডিপির সিএফ রাশিদুল ইসলাম, এইডের ডিম প্রকল্পের এফ ও শাহিনুর রহমান।

মাঠ দিবসে বিভিন্ন গ্রামের ১৫০ জন কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন। বক্তারা বিষমুক্ত সবজি চাষের অনুরোধ করেন। কাংক্ষিত ফল পেতে অবশ্যই কৃষাণ-কৃষাণীদের সচেতন হতে হবে।