শেরপুর (নালিতাবাড়ী) থেকে এম. সুরুজ্জামান: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী নয়াবিল ইউনিয়নের দাওধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হিডস এনজিওর আয়োজনে বৃহস্পতিবার দুপুরে আদিবাসী জনগোষ্ঠীর মাঝে মানুষ-বন্যহাতি বিরোধ ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নয়াবিল ইউনিয়ন চেয়ারম্যান নুর রহমান, সাংবাদিক মাহফুজুর রহমান সোহাগ, আইইউসিএন সংস্থার জুবায়ের হুছনি ফাহাদ, রাজীব মাহমুদ, মধুটিলা রেঞ্জ কর্মকর্তা জিল¬ুর রহমান আকন্দ, হিডস কো-অডির্নেটর আনিসুর রহমান, আনসার আলী প্রমুখ। এতে জন ৩০ জন নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।