কিশোরগঞ্জ থেকে মোস্তফা কামাল: পাকুন্দিয়ায় পারিবারিক বিরোধে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন। বুধবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বাহাদিয়া গ্রামের মাসুদ ভূঁইয়া (৪০) স্ত্রী রাহেনা খাতুনকে (৩৫) লাঠির আঘাতে হত্যা করে গা ঢাকা দিয়েছেন। নিহত রাহেনা উপজেলার দিগাম্বরদী গ্রামের মৃত আবদুল হেকিমের মেয়ে। তাদের ২ কন্যা ও ১ পুত্র সন্তান রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মাসুদ ভূঁইয়া বেশ কিছুদিন যাবত মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিল। বুধবার রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাহেনা খাতুন এশার নামাজ আদায় করার সময় মাসুদ ভূঁইয়া লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাকুন্দিয়া থানার ওসি জাকির রাব্বানী জানান, লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আসামিকে ধরতে পুলিশি অভিযান চলছে।