বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভেকেট মজিবর রহমান নান্টুসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তাদের নগরীর চকবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোসলেম উদ্দিন রাঢ়ী। বাকি এক জনের নাম তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ। বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার এসআই গোলাম কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর রোডে অভিযান চালিয়ে মজিবর রহমান নান্টুসহ তিন জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চলমান অবরোধ আন্দোলনে গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়ের করা একাধিক মামলা রয়েছে। ওইসব মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ওসি মো: শাখায়াত হোসেন।