ভোলা থেকে আবু সাবিত: ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার বনাঞ্চলে মিঠা পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এ কারণে প্রতি বছরের মত এবারও শুরু হয়েছে বনের হরিণদের লোকালয়ে আসা। গতকাল বুধবার সকালে লোকালয় বেড়িয়ে আসা একটি হরিণ স্থানীয়দের হাতে ধরা পড়ে। পরে আটককৃত হরিণটিকে উদ্ধার করে বনপ্রহরী মো. ফারুক ও মো. বাহাদুর স্থানীয় বনে অবমুক্ত করেন।
স্থানীয়রা জানান, মনপুরার বনাঞ্চলে মিঠা পানির পরিবর্তে মেঘনায় লোনা পানি বেড়ে যায়। এ কারণে মিঠা পানির খোঁজে বনের মায়াবি একটি হরিণ উপজেলায় নব নির্মিত আদালত ভবন এলাকায় চলে আসে। এ সময় স্থানীয় লোকজন হরিণটি ধরে বনবিভাগকে খবর দেয়। মনপুরা বনবিভাগের রেঞ্জকর্মকর্তা মো. আবুল কালাম স্থানীয় সাংবাদিকদের বলেন, আটককৃত হরিণটি জংলার খাল সংলগ্ন চর জামশেদের বনে অবমুক্ত করা হয়েছে।