রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুর চেম্বার অব কমার্স পরিচালিত আরসিসিআই স্বুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ২৫টি ইভেন্টে ২শতাধিক প্রতিযোগী অংশ নেয় । বেলুন উড়িয়ে উদ্ধোধন এবং ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রংপুর বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু ,অধ্যক্ষ কেএম হাসিনুর রহমান এবং পরিচালক মঞ্জুর আহমেদ আজাদ।