রাজশাহীতে ভূমি ও শিক্ষা অফিসে রহস্যজনক আগুন

রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীর বাঘা উপজেলা ভূমি অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে কোনো এক সময় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় ওই দুই অফিসে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।

উপজেলা নির্বাহী অফিসার বাদল চন্দ্র হালদার জানান, ভূমি অফিসের ২০১১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত সংরক্ষণ করা সাড়ে ৪ হাজার নথিসহ জানালা ও দরজা ভূস্মিভূত হয়েছে।

ভূমি অফিসের নৈশপ্রহরী জামাত আলী জানান, ভোরে তালাবদ্ধ কক্ষের ভেতরে আগুন লেগে দরজা, জানালাসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে বিকট শব্দ হওয়ার পর তিনি বিষয়টি জানতে পারেন। তাদের চিৎকারে স্থানীয় লোকজন গিয়ে আগুন নেভাতে থাকে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে।

বাঘা থানার অফিসার ইনচার্জ আমিনুর রহমান জানান, আগুনে ক্ষতিগ্রস্ত কক্ষের বাইরে তালা লাগানো ছিল। এছাড়াও রুমটি প্রাচীর দিয়ে ঘেরা। তারপরেও কীভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ভূমি অফিসের নৈশপ্রহরী জামাত আলী, পিওন গোলাম রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মচারী আবুল কাশেম এবং সাব রেজিস্ট্রি অফিসের নৈশপ্রহরী আবদুল মান্নানকে আটক করেছে।