ভোলা থেকে আবু সাবিত: লালমোহন উপজেলা শহরের সকাল সন্ধ্যা হোটেল থেকে বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে দুলাল (২৫) নামে এক যুবককে অস্ত্র ও গুলিসহ পুলিশ গ্রেফতার করেছে। দুলালের সাথে থাকা একটি বাজারের ব্যাগের ভিতরে ১টি ওয়ান সুটার গান, ১ রাউন্ড গুলি, ২টি চাপাতি, ১টি চাকু ও ২টি মুখোশ উদ্ধার করে পুলিশ।
লালমোহন সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান সাংবাদিকদের জানান, আটককৃত দুলাল তার দুই সহযোগী নুর হোসেন ও সুমনসহ ৩ জন সকাল সন্ধ্যা হোটেলে বসে পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার পুলিশ কর্মকর্তা দেলোয়ার ও হাবীব দুপুরে ওই হোটেলে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নুর হোসেন ও সুমন পালিয়ে যায়।
দুলাল অস্ত্রের ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে। দুলালের বাড়ি লালমোহনের বদরপুর ইউনিয়নের চরকচ্চপিয়া গ্রামের দালাল বাড়ি। তার পিতার নাম তোফায়েল আহমেদ। অপর দুইজনের বাড়ি একই এলাকায়।
পুলিশ জানায়, আটকৃত দুলালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে লালমোহন থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।