একই নিয়মে আবার রোববার থেকে হরতাল

একই নিয়মে সারা দেশে আগামী রোববার সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত ৭২ ঘণ্টা হরতাল ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০–দলীয় জোট। সারা দেশে চলা অবরোধের পাশাপাশি যথারীতি এই হরতালও চলবে।

হরতাল–অবরোধের পাশাপাশি রোববার সব জেলা, উপজেলা, পৌরসভা ও মহানগরের প্রত্যেক ওয়ার্ডে ‘গণমিছিল’ করা হবে বলে ২০–দলীয় জোটের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে। জোটের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করে বিবৃতি পাঠিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।