ক্রিকেটার আল আমিনের বাসায় নীরবতা, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিক: ঝিনাইদহে জাতীয় দলের পেস বোলার আল আমিনের নিজ বাড়িতে এখন শুধুই নীরবতা। তার পরিবারে দু:খের ছায়া নেমে আসে বিশ্বকাপের দল থেকে বহিষ্কার হওয়ার খবর বাড়িতে পৌঁছানোর পরই। স্তব্ধ হয়ে যায় পাড়া মহল্লা ও পরিবারের সদস্যরা। হতাশ হয়ে পড়েছেন এলাকার সর্বস্তরের জনগণ।

alamin
জাতীয় দলের পেস বোলার আল আমিন

বুধবার বিকেলে আল আমিনের ঝিনাইদহ শহরে ক্যাডেট কলেজ পাড়ার বাসায় গিয়ে এ দৃশ্য চোখে পড়ে। আল আমিনের বাবা মো. শাহ্ আলম বলেন, আমার ছেলে আল আমিন বাংলাদেশ জাতীয় দলের হয়ে বিশ্বকাপে অংশ নিয়েছিল। সারাদেশবাসীর মতো আমরাও বুকভরা আসায় ছিলাম বাংলাদেশ দল বিশ্বকাপে ভালো করবে এবং আল আমিন দেশের জন্য বিজয় বয়ে আনবে। কিন্তু অস্ট্রেলিয়ার ব্রিসবেনে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিসিবি তাকে দেশে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তের খবর পাওয়ার পর আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি। তিনি জানান, আল আমিন হোসেন মঙ্গলবার ঢাকা বিমান বন্দরে নামার পর ফোন করেছিল। তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

আল আমিনের মা মনোয়ারা বেগম বলেন, আল আমিনের এ খবর পৌঁছানোর পর আমরাও ভেঙে পড়েছি। বর্তমানে কোথায় আছেন জানতে আল আমিনের মোবাইল ফোনে কল করলে তিনি জানান, ঢাকায় পৌঁছে তার এক চাচার বাসায় অবস্থান করছেন তিনি। ক্রিকেট বোর্ডের নিষেধাজ্ঞা থাকায় তিনি সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে পারবেন না বলেও জানান। শুধু ঝিনাইদহবাসীসহ দেশবাসীর কাছে কায়মনে দোয়া প্রার্থনা করেন আল আমিন।