দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুরে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ঘোষিত বিক্ষোভ দিবসে ব্যাপক যানবাহন ভাংচুর করা হয়েছে। এতে আহত হয়েছে ৬জন। পুলিশি বাধায় বিক্ষোভ মিছিল বের হতে পারেনি।
বৃহস্পতিবার বিকেল ৪টায় বিএনপি-জামায়াতসহ ২০ দলের ঘোষিত বিক্ষোভ কর্মসূচি উপলক্ষে দিনাজপুর শহরের লিলিমোড়, বলাইমোড়, নিমনগর বাসস্ট্যান্ড, ডায়াবেটিক মোড়, হাউজিং মোড় এবং মুন্সিপাড়ায় ছাত্রদল-যুবদল ও ছাত্রশিবিরের ক্যাডারেরা ৪০/৫০টি মোটরসাইকেলে করে উল্লেখিত স্থানগুলোতে ঝটিকা মিছিল করেন। এসময় মিছিলকারীরা ১০টি ইজিবাইক, ২টি মোটরসাইকেল, ১টি ট্রাক, ১টি প্রাইভেট কার, ১টি এ্যাম্বুলেন্স ও ১টি পিকআপ ভাংচুর করেছে। হামলার সময় ইজিবাইকের চালকসহ ৬জন যাত্রী আহত হয়। এদের মধ্যে ২ জন মহিলা যাত্রী রয়েছেন। আহতরা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ডে যানবাহন ভাংচুরের সময় মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা ধাওয়া করলে বিক্ষোভকারীরা পালিয়ে যায়। জেলরোডে জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা হলে পুলিশি বাধায় মিছিল বের হয়নি। আকষ্মিক ভাংচুরের ঘটনায় শহরে আতঙ্কের সৃষ্টি হয়। পুলিশ ও বিজিবি-র টহল জোরদার করা হয়েছে।