ভোলা থেকে আবু সাবিত: ভোলায় বিএনপি নেতার ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হতে না পেরে আওয়ামী লীগ নেতার বাড়ি ও দোকানে হামলা, ভাংচুর চালিয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে সদর উপজেলার পশ্চিম ইলিশায় এ ঘটনা ঘটেছে।
পশ্চিম ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম বাগা জানান, শুক্রবার বিকালে কাদের হাওলাদার বাড়িতে ইউনিয়ন ছাত্রলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ইলিশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম। এ সময় বর্তমান জেলা ছাত্রলীগের আহ্বায়ক ওমর ফারুক, পশ্চিম ইলিশা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম বাগা, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডাক্তার মুসলিমের ছেলে ছাত্রলীগ নেতা মো: রাসেল একটি মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন। আগে থেকেই তিনি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদের জন্য লবিং করছিলেন। কিন্তু তার পিতা বিএনপি নেতা এবং রাসেলের বিরুদ্ধে উশৃঙ্খলা আচরণের অভিযোগ থাকায় তাকে কোনো পদ দেওয়া হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে রাসেল সন্ধ্যার পর তার দলবল নিয়ে নুরুল ইসলাম বাগা’র বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এ সময় ৯ভরি স্বর্ণালঙ্কার ও লক্ষাধিক টাকার মালামাল লুট করার অভিযোগ করা হয়। এর পরপর রাসেলের নেতৃত্বে ওই গ্রুপটি ইলিশা বাগার হাট বাজারে নুরুল ইসলাম বাগার কাপড়ের দোকানও হামলা চালিয়ে ভাংচুর করে। সংবাদ পেয়ে ভোলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।