বাঘায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত

রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীর বাঘায় পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার গঙ্গারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক সাইদুর রহমান (২৫) পাবনার ঈশ্বরদী এলাকার চাঁদপুরের রইস উদ্দিনের ছেলে। এ ঘটনায় একই এলাকার আবদুল জলিলের ছেলে মোটরসাইকেল আরোহী আজমল (২৩) আহত হয়েছেন। তাকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান জানান, নিহত সাইদুর রহমান ও আহত আজমল মোটরসাইকেলে করে ঈশ্বরদী থেকে রাজশাহী আসছিলেন। পথে উপজেলার গঙ্গারামপুর এলাকায় আসলে উল্টো দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৪-৪২৮৪) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক সাইদুর রহমান নিহত হন। আহত আজমলকে স্থানীয়রা উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।