বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমরণ অনশনের ১৯দিন, অসুস্থ অনেকে

রংপুর থেকে জয়নাল আবেদীন:  রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে সাধারণ শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারি এবং শিক্ষকবৃন্দ ৮ ফেব্রুয়ারি রাত থেকে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পর্যন্ত আমরণ অনশন অব্যাহত রেখেছে।

RANGPUR ROKEYA VERSITY PHOTO 0!
ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারি এবং শিক্ষকবৃন্দের আমরণ অনশনের ১৯ দিন

ইতিমধ্যে ১০ কর্মকর্তা শিক্ষার্থী অসুস্থ হয়ে স্যালাইন লাগিয়ে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। এর আগে অনশন চলাকালে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহম্মেদ হোসেন আন্দোলনরতদের দেখতে এসে অবিলম্বে  ভিসির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়াসহ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। এদিকে সারাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে ক্লাশ শুরু হলেও রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরীণ কোন্দলে ৯০ হাজার ভর্তি শিক্ষার্থীর ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে।