মুকসুদপুরে চালু হলো ব্যাংক এশিয়ার কার্যক্রম

গোপালগঞ্জ (মুকসুদপুর) থেকে হায়দার হোসেন: এটিএম কার্ড, ২৪ঘন্টা এটিএম বুথে লেনদেন, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ফরেন রেমিটেন্স ও আধুনিক ব্যাংকিংসহ সকল সুযোগ সুবিধা নিয়ে চালু হলো মুকসুদপুরে ব্যাংক এশিয়া। চলমান রাজনৈতিক সহিংসতার জন্য কোনো আনুষ্ঠানকতা ছাড়াই মুকসুদপুরে প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং কার্যক্রম শুরু হলো।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে শুরু হওয়া কার্যক্রমের মধ্যে থাকছে সঞ্চয়ে কোটিপতি, লাখপতি, ডিপিএস, মেয়াদী আমানতে বেশি লাভসহ বিভিন্ন আকর্ষণীয় স্কীম। সেইসাথে সকল ব্যবসা বাণিজ্য, ক্ষুদ্র উদ্যোগ, বড় উদ্যোগ, কৃষি এবং কৃষিজাত শিল্পে সহজ শর্তে ঋণ সুবিধা।

এ উপলক্ষ্যে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলামের উপস্থাপনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংক এশিয়ার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমিডি) আরফান আলী। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা আবু বকর লস্কর, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড আতিকুর রহমান মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মু: খায়রুজ্জামান, অফিসার ইনচার্জ আজিুজুর রহমান। সমাপনি বক্তব্য রাখেন ভবন মালিক ফরিদ আহমেদ মিয়া।