রাজশাহীতে আদিবাসী যুবককে গলা কেটে হত্যা

রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীর গোদাগাড়ীতে আদিবাসী যুবক  জেম হেমব্রমকে (২২) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় উপজেলার আমতলিপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অয়মি হাসদা নামের এক গৃহবধূকে আটক করেছে পুলিশ।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আবু ফরহাদ জানান, অয়মি হাসদার সঙ্গে নিহত যুবক জেমের দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। বুধবার গভীর রাতে অয়মির স্বামীর অনুপস্থিতে জেম তার বাড়িতে যায়। এরপরই গতকাল দুপুরে এ হত্যাকা-ের ঘটনা ঘটে।

ওসি আরও জানান, এ ঘটনায় গৃহবধূ অয়মিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।