রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীতে হরতালের মধ্যে ক্লাশ নেওয়ায় প্রধান শিক্ষককে হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। নগরীর লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইরিন জাফরকে ‘আন্দোলনকামী কর্মীবাহিনী’ নামের একটি সংগঠন লাল রঙের কাগজে চিঠিটি পাঠায়। হরতালে ক্লাস নিলে স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
শুক্রবার সকালে স্কুলের প্রধান শিক্ষক আইরিন জাফর ওই চিঠি পান। এরপর দুপুরে তিনি নগরীর রাজপাড়া থানায় সাধারণ ডায়েরি করেছেন।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, সাধারণ ডায়েরিটি গ্রহণ করে তারা সতর্ক অবস্থানে আছেন। এছাড়া চিঠিটি কারা পাঠিয়েছে তার অনুসন্ধানে নেমেছেন।
প্রধান শিক্ষক আইরিন জাফর বলেন, হরতাল-অবরোধের কারণে দীর্ঘ সময় ধরে স্কুল বন্ধ ছিল। অভিভাবকদের দাবির কারণে হরতাল ও ছুটির মধ্যে তারা স্কুলে ক্লাশ নিচ্ছেন। শিক্ষার্থীদের ভালোর কথা ভেবে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন।
আইরিন জাফর জানান, চিঠির শিরোনাম ছিল ‘১৬ কোটি মানুষের বিজয় হোক’। চিঠিতে ‘জনাব/জনাবা’ সম্বোধন করা হয়েছে। শুরুতে সালাম দিয়ে বলা হয়েছে ‘আশা করছি মহান আল্লাহর কৃপায় ভালোই আছেন।’ চিঠির পরের বাক্যটি এ রকম, ‘অতীব দুঃখের সাথে আপনাকে জানাতে হচ্ছে যে, আপনি হরতালের মধ্যে ছোট ছোট নিষ্পাপ শিশুদের নিয়ে অত্যন্ত ঝুঁকির মধ্যে আপনার প্রতিষ্ঠান চালাচ্ছেন। আমরা মনে করি আপনি ঝুঁকির মধ্যে স্কুল চালিয়ে বর্তমান সরকারের চাটুকারিতা করে চলেছেন। আপনি ইতিমধ্যেই জেনেছেন সারা দেশে বিভিন্ন জেলায় পেট্রলবোমাসহ ধরা পড়ছে ছাত্রলীগ এবং যুবলীগের নেতা-কর্মীরা। হরতালের দিনগুলোতে আপনার প্রতিষ্ঠান যদি চালান তাহলে আপনার গতিপথ আমরা পরখ করছি। কখন, কবে, কোন সময় আপনার প্রতিষ্ঠানে পেট্রলবোমা নয়, অন্য কোনো বোমা বিস্ফোরিত হলে তার দায়িত্ব কে নিবে-আপনি না সরকারি দল না, বিরোধী দল।’ চিঠিতে হুঁশিয়ারি দিয়ে লেখা হয়েছে, ‘যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে শিশুদের সমস্ত দায়-দায়িত্ব আপনার ওপরেই বর্তাবে বলে আমরা মনে করি।’
চিঠিটি ডাক বিভাগকে ব্যবহার করে পাঠানো হয়েছে। তবে সিল অস্পষ্ট থাকায় তা কোথা থেকে পাঠানো হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন রাজপাড়া থানার ওসি মেহেদী হাসান।