শেরপুর থেকে হাকিম বাবুল: শেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচনে ১১ পদের মধ্যে সভাপতিসহ ছয়টি পদে বিএনপি সমর্থিত ‘আইনজীবী ঐক্য পরিষদ’ এবং সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে আওয়ামী লীগ সমর্থিত ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’ জয়লাভ করেছে।
সভাপতি পদে বিএনপি নেতা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে আ’লীগের অ্যাডভোকেট আবুল মানসুর স্বপন নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নারায়ন চন্দ্র হোড় ফলাফল ঘোষণা করেন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি-হরিদাস সাহা (আ’লীগ), সহ সাধারণ সম্পাদক-ফারহানা পারভীন মুন্নী (আ’লীগ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক-হারুনুর রশিদ মোল্লা (বিএনপি), সাহিত্য ও পাঠাগার সম্পাদক-আশরাফুল আলম লিচু (বিএনপি), অডিটর-মো. আদিলুজ্জামান (বিএনপি) এবং নির্বাহী সদস্য-মো. শাহীদ উল্লাহ শাহী (আ’লীগ), দীপঙ্কর সরকার দিপু (আ’লীগ), হারুন অর রশিদ বাচ্চু (বিএনপি) ও রাশেদুর রহমান রাসেল (বিএনপি)। এদিকে, নব-নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির বিদায়ী সভাপতি অ্যাডভোকেট একেএম মোসাদ্দেক ফেরদৌসী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার।
বৃহস্পতিবার অনুষ্ঠিত জেলা আইনজীবী সমিতির এবারের নির্বাচনে মোট ১৭৬ জন ভোটারের মধ্যে ১৭০ জন ভোট প্রদান করেন।