কলাপাড়ায় গাছ কাটার হিড়িক,গাছের গুঁড়ি উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) থেকে মিলন কর্মকার রাজু: পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের টুঙ্গিবাড়িয়া গ্রামের স্লুইস সংলগ্ন কেওড়া বাগানের গাছ কাটার হিড়িক পড়েছে। গত দু’দিন ধরে প্রকাশ্যে স্থানীয় বনদস্যুরা এ গাছ কেটে উজাড় করলেও স্থানীয় জনপ্রতিনিধিসহ কেউই বনদস্যুদের বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছে না। সংবাদকর্মীদের কাছ থেকে খবর পেয়ে বুধবার বিকালে বনকর্মীরা সরেজমিনে গেলে বনদস্যুরা কাটা গাছ ফেলে পালিয়ে যায়। এ সময় বনকর্মীরা ১২০ টুকরা কাটা গাছের গুঁড়ি উদ্ধার করে।

KALAPARA PIC-1(27.02.2015)
বনকর্মীরা ১২০ টুকরা কাটা গাছের গুঁড়ি উদ্ধার করে

কলাপাড়া উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন জানান, তারা ১২০ টুকরা কাটা গাছের গুঁড়ি উদ্ধার করলেও কাউকে গ্রেফতার করতে পারেননি। উদ্ধার করা গাছগুলো বর্তমানে স্থানীয় চৌকিদার মো.ইউনুস মিয়ায় জিম্মায় দেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে বলে তিনি জানান।