রংপুরে বিভাগীয় প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুর বিভাগীয় প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শনিবার রংপুর পিটিআই মাঠে অনুষ্ঠিত হয়েছে। সকালে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত।

mo06
বিভাগীয় প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ।  এই প্রতিযোগিতায় ৫৮টি উপজেলা এবং ৮ জেলার বাছাই করা ১ হাজার প্রতিযোগী ৬৪টি ইভেন্টে অংশ গ্রহন করে। এসব ইভেন্টে প্রথম হওয়া ৬৪জন বিজয়ী আগামীতে ঢাকায় জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবে ।