রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীর দুর্গাপুর উপজেলার বন্ধনপুর গ্রাম থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পেয়ারা গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রনি কুমার প্রামাণিক (১৫) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। রনি ওই গ্রামের কার্তিক প্রামাণিকের ছেলে। রনি আমগাছীর সাহার বানু উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক এস.এম আবু জাফর জানান, ঘটনাটি রহস্যজনক। রনি আত্মহত্যা করেছে, না তাকে হত্যা করা হয়েছে, তা স্পষ্ট নয়। তবে ব্লেড দিয়ে তার লিঙ্গ কাটা হয়েছে। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি রক্তাক্ত ব্লেড উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ময়না তদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।